মোঃ ফরিদুল ইসলাম,
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলা রায়েন্দা বাজার এর পূর্ব মাথার স্থায়ী বাসিন্দা স্বপন ঋষির ১০ বছরের শিশু কন্যা সংগীতা ঋষি দুপুর ১:০০ সময় গলায় ওড়না পেচিয়ে নিজ বাসায় আত্নহত্যা করেছে বলে জানাযায়।
সংগিতার মায়ের কাছ থেকে জানাযায় শরণখোলা উপজেলার রাজাপুর এলাকায় সংগীতার মামার আজ বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, অনুষ্ঠানে সংগীতা যাবার জন্য সাজগোজ করে প্রস্তুত হলেও সংগীতার বাবা ওকে রেখে বরযাত্রীর সাথে চলে গেলে ও অভিমান করে নিজ বাসায় এই ঘটনা ঘটায়।
এসময় সংগীতার এক প্রতিবেশী ঘরে এসে দেখে সংগীতার গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে, এমন অবস্থায় দেখে সে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত্যু ঘোষণা করেন।পরে সংগীতার মরদেহ শরণখোলা থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে পরবর্তীতে তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
২৮/১১/২০২২