গত সপ্তাহের তুলনায় আজ রোববার দূষণ বেড়েছে ঢাকার বাতাসে। এতে প্রায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। তালিকার প্রথম স্থানে পাকিস্তানের লাহোরের অবস্থান।
বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচকে (একিউআই) ১৩ নভেম্বর, রোববার সকাল ৮টায় এ তথ্য দেখানো হয়।
তবে বেলা ১০টার দিকে ভারতের দিল্লি উপরে উঠে যাওয়ায় ঢাকার অবস্থান নেমে আসে তৃতীয় স্থানে। গত কয়েকদিনের তুলনায় ঢাকায় আজ বায়ু দূষণের মাত্র বেশি হওয়ায় এমনটা হয়েছে।
সকালে একিউআই সূচকে ঢাকার মান ছিল ২৫৩। তৃতীয় স্থানে যাওয়ার পর ঢাকার মান ছিল ২৩৭। প্রথম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের মান ৩০৪। তৃতীয় অবস্থানে থাকার সময় দিল্লির বায়ু দূষণের মান ছিল ২০২, দুই ঘণ্টা পরে তা হয় ২৫৬।
গত সপ্তাহের প্রায়দিনই বায়ু দূষণে ঢাকার অবস্থান ছিল ৫ থেকে ১০ এর মধ্যে। আর দিল্লির অবস্থান ছিল বেশির ভাগ দিন প্রথমে। গত সপ্তাহে বায়ু দূষণের কারণে দিল্লিতে অনেক স্কুল বন্ধ রাখতে হয়েছে।
শেয়ার করুন