সংবাদদাতাঃ বালাগঞ্জে কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। ১ অক্টোম্বর ২০২৪ইং বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট এর উপ পরিচালক শাহিনা আক্তার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। জেন্ডর প্রমোটার শাহাব উদ্দিন শাহিন এ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন তয়রুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুবনা দাশ। আলোচনায় অংশ গ্রহন করেন শিক্ষক আশরাফুল ইসলাম তালুকদার, রহিমা খাতুন, ভৌরব দেবনাথ, সুর্বনা দেবনাথ, দৌলন রানী ভৈমিক, বালাগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রশিক্ষক মোঃ রহমত উল্ল্যাহ, শিক্ষার্থী সামিরা আক্তার সালমা। কোরআন তেলাওয়াত করেন আমেনা আক্তার ফাইজা, গীতা পাঠ করেন তুনু রানী পাল। আলোচনা শেষে র্যালী অনুষ্ঠিত হয়। “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে এখন ও কন্যা শিশু তথা নারীদের কে বৈষ্যম করা হচ্ছে। পুষ্ঠিকর খাবার, উচ্চ শিক্ষার সুযোগ, চাকুরী গ্রহন, সম্পদ, মতামত প্রদান ইত্যাদি ক্ষেত্রে। এ গুলো দুর করে কন্যা শিশু কে এগিয়ে নিয়ে যাবার লক্ষে একাধিক পরামর্শ প্রদান করা হয়। অনুষ্টানে শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন