বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৪ রমজান (১৫ মার্চ) বিকালে স্থানীয় বরকতপুর গ্রামে জামায়াতে ইসলামী সিলেট বিভাগীয় টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুনের নিজ বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী সিলেট বিভাগীয় টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ কুতুব উদ্দিন আহমদ।
১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ডা. আবুল কালামের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি হাফিজ মামুনুর রশীদের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা ডা. নাসির উদ্দিন, আব্দুল গণি প্রমুখ।
শেয়ার করুন