বালুচরে প্রবাসীর স্ত্রী খুন,তালাবদ্ধ বাসা থেকে লাশ উদ্ধার

সিলেট

সিলেট নগরীর বালুচরে ওমান এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। তালাবদ্ধ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বালুচর ফোকাস-৩৬৪ নম্বর বাসার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। এসময় ঘরের ভেতর থেকে ওই নারীর প্রায় দুই বছর বয়সী এক শিশু সন্তানকে (মেয়ে) উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহত আফিয়া বেগমের (৩১) বাড়ি গোয়াইনঘাটে। তার বাবার নাম আজির উদ্দিন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীরা জানান সূত্র  , ফোকাস-৩৬৪ সিকান্দর মহলের ৫ তলার বাসার নিচতলায় মেয়েকে নিয়ে  থাকতেন  আফিয়া বেগম। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাসার অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। এসময় বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের উপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, লাশ উদ্ধারের সময় তারা ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ২-৩ দিন আগে ওই নারীকে খুন করে থাকতে পারে। পুলিশ বাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

বাসার ভেতর থেকে আফিয়া বেগমের ২ বছরের মেয়েকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *