সিলেটের জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কে বাস ও টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আজ শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ক দরবস্ত পল্লীবিদ্যুৎ অফিসের সামনে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী বাস ব্যাটারি চালিত একটা টমটমকে চাপা দিলে ঘটনা স্থলেই ৫জন নিহত হন।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খাদে পড়া বাস উদ্ধারে জৈন্তাপুর ও বটেশ্বর ফায়ারসার্ভিস কর্মীরাসহ স্থানীয় জনতা উদ্বারে কাজ করছেন।
পাশাপাশি জৈন্তাপুর থানা পুলিশওউদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নিহতদের পরিচয় রাত ১১টা পর্যন্ত জানা যায়নি।
শেয়ার করুন