হবিগন্জ প্রতিনিধিঃ
বাহুবলে ৫ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার যাদবপুর গ্রামের বাসিন্দা জোৎস্না বেগমের নতুন একটি বাসা তৈরীর কাজ করছিল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের মহিষদিলং গ্রামের রাজমিস্ত্রী নুর মিয়া (৪০)। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই মহিলা মেম্বারের দেবর ফজলু মিয়ার ৫ বছর বয়সী শিশু পুত্র স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রকে নুর মিয়া ফুসলিয়ে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। শিশুটি সেখান থেকে ফিরে এসে ঘটনাটি তার মা বাবাকে কেঁদে কেঁদে জানায়।
তারা তাৎক্ষণিক শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এসময় বলাৎকারকারী নূর মিয়াকে আটক করে জনতা। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার মর্তুজ আলী লিটন ঘটনাস্থলে এসে বিষয়টি জেনে পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলীকে অবগত করে বাহুবল মডেল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুটিজুরী তদন্ত কেন্দ্রের এএসআই ওয়াসিম খানের নেতৃত্বে একদল পুলিশ এসে বলৎকার নুর মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ওই শিশুর পিতা মোঃ ফজলু মিয়া বাদী হয়ে নুর মিয়ার বিরুদ্ধে বাহুবল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িত শিশু বলৎকারকারী নুর মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুর মিয়াকে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন