সমাবেশকে কেন্দ্র করে সিলেটসহ অন্যান্য জেলায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ। এবারের সমাবেশে চার লাখ লোকের সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির নেতৃবৃন্দ। ইতোমধ্যে ৩০ ফুট প্রস্থ ও ৭০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গণসমাবেশকে কেন্দ্র করে সিলেট বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রচার প্রচারণার পাশাপাশি মিছিল করতে দেখা যায়। এদিকে গণসমাবেশকে কেন্দ্র করে সিলেটে পরিবহন ধর্মঘট হচ্ছে না বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিনে সিলেটের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ব্যানার-পোস্টার, ফেস্টুন টাঙাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেক প্রবাসী নেতাও তাদের সমর্থকদের দিয়ে ব্যানার-পোস্টার সাঁটিয়েছেন। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন চলছে মাইকিং, নেতা-কর্মীরা ঘুরে ঘুরে করছেন লিফলেট বিতরণ।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, নগরীতে এত বেশি পোস্টার-ব্যানার গত এক দশকে দেখা যায়নি। এবার সবকিছু হচ্ছে শৃঙ্খলামতো। কর্মী-সমর্থকদের উৎসাহ অন্য যেকোনো সময় থেকে এবার বেশি। তাই পুরো নগরীর অলিগলিতেও পোস্টার, ব্যানার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এমন নেতাও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন ।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা হলে তাঁরা মানবকন্ঠকে বলেন, ১০ বছর আগে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ডাকে ২০১২ সালে টিপাইমুখ বাঁধবিরোধী সবচেয়ে বড় সমাবেশ করেছিল বিএনপি। তখন কয়েক লাখ মানুষের সমাগম ঘটলেও এবার চার লাখ লোকের সমাগম হবে বলে আশাবাদী নেতাকর্মীরা।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী মানবকন্ঠকে বলেন, দলীয় নেতাকর্মীরা ক্ষমতাসীন দল ও প্রশাসনের নানা বাধার সম্মুখীন হচ্ছেন। সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সিলেটের জনসভা সফল হবে।
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দীকি বলেন, গণসমাবেশ সফল করতে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতৃবৃন্দ। সিলেটের সমাবেশ জনগণের মুক্তির সমাবেশ। বিএনপির সমাবেশ এখন গণমানুষের সমাবেশে রূপান্তির হবে।
এ বিষয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মইনুল ইসলাম বলেন, আমাদের বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিলেটে গাড়ি চলাচল বন্ধ রাখা বা ধর্মঘট পালনের কোনো নির্দেশনা দেয়া হয়নি। সিলেট পরিবহন ধর্মঘট হবে না। বিএনপির গণসমাবেশের সময় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।