২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর শাহীনবাগে সুমনের বাসায় তিনি প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।
এ সময় তিনি গণমাধ্যমকে কোনো কথা বলেননি। এ বিষয়ে সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।
বিএনপির ঢাকা মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ড কমিটির (বর্তমানে ঢাকা উত্তরের ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন সুমন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ। পরিবার বলছে, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
শেয়ার করুন