বিএনপির পদযাত্রায় ধাওয়া-পাল্টা ধাওয়া

জাতীয়

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১১টা ৫৫ মিনিটে পদযাত্রাটি মিরপুর-১ নম্বরের সরকারি বাংলা কলেজ অতিক্রম করার সময় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে কলেজের ভেতরে ঢুকে ঢিল ছোড়াছুড়ি করতে দেখা যায়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মীরা কলেজ গেটে ভাঙচুর করে।

তবে এ ঘটনার পরও পদযাত্রাটি থামেনি, সামনে এগিয়ে যায়। পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এলে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বাংলানিউজকে বলেন, পদযাত্রায় একটু-আধটু ধাওয়া-পাল্টা ধাওয়া হয়ে থাকে। ব্যস্ত আছি পরে কথা বলছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *