
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন। তার বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন মিজানুর রহমান চৌধুরী। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন।
এ সময় ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ ও দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ– ৫ আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী পক্ষে উনার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শেয়ার করুন


