বিএনপির মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে : ফখরুল

জাতীয়

বিএনপির আগামীকালের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমিতি যত কিছুই করুক- এবার দাবি আদায়ের ক্ষেত্রে কোনো কিছুতে আটকিয়ে রাখতে পারবে না। আপনি গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা আদালতে মামলা পরিচালনা বলেন- কোনোটাই আটকিয়ে রাখতে পারবে না।তবে সমাবেশ হবে শান্তিপূর্ণ।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির ২০ জনের অধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে দাবি করেছে দলটি।

শুক্রবার ঢাকা মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু জানান, ২০ জনের অধিক নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আটক করেছে।

আটক ২০ জনের মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমেদ আরেফ, মিরপুর থানা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন আব্দুল ও তার ছেলে ১৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান রনি, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুয়েল মোল্লা, ১১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম, দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সহ-দপ্তর সম্পাদক শাহ আলম, ৫০ নং ওয়ার্ডের ২ নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হোসেন আহমেদ, ৫০ নং ওয়ার্ড বিএনপির কর্মী মো. সেলিম আহমেদ ও ৪৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী দেলোয়ার হোসেন দেলু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *