বিএনপি অর্জন করেছে মানুষের ঘৃণা ও বদদোয়া: সিলেটে তারিন

সিলেট

বাংলাদেশের চলচিত্রের অভিনয় শিল্পী তারিন জাহান বলেছেন,বিএনপি আগুন সন্ত্রাস দিয়ে যেভাবে জ্বালাও পুড়াও করে, ট্রেন লাইনচ্যুত করে, মানুষকে যেভাবে জীবিত অবস্থায় মেরে ফেলছে।এতে করে তারা কোন মানুষের মন জয় করেনি।বরং বিএনপি অর্জন করেছে হাজার হাজার মানুষের বুক ভরা কান্না,আর্তনাদ ,ঘৃণা এবং বদদোয়া।

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত আওয়ামী লীগের প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,আমরা কোন অযোগ্য নেতৃত্বের অভিশপ্ত সরকার চাইনা।আমরা বাংলাদেশের ১৭ কোটি মানুষ,আমাদের আপনজন জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে চাই।আমরা চাই দেশের শান্তি, দেশের স্থিতিশীল পরিস্থিতি এবং দেশের উন্নতি এবং যোগ্য নেতৃত্ব। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভোট চেয়ে তিনি বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে, সিলেটবাসীর কাছে আমার আন্তরিক আবেদন বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে যারা এবার প্রথমবারের মতো ভোট দিবেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট নৌকার পক্ষে হোক।সিলেটবাসীর ভোট নৌকার পক্ষে হোক কারণ,উন্নয়ন এবং গণতন্ত্র নৌকার পালের মুলমন্ত্র।আপনারা সবাই ভালো থাকবেন। অগ্নিসন্ত্রাস থেকে নিরাপদে থাকবেন।আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দুয়া করবেন।তিনি ভালো থাকলে দেশ ভালো থাকবেন।জয় হোক নৌকার।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা ও মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও অধ্যাপক জাকির হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখনে সিলেট ১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী,আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অভিনেত্রী তারিন জাহান, সুদীপ রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ডাক্তার মুশফিক আহমেদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য এম এ মান্নান,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *