বিএনপি নেতাদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময়

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

আজ ( ৬ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়কের বাস ভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মীরা অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নেতৃদ্বয় তাদের শারদীয় দুর্গোৎসবের সার্বিক খোঁজ খবর নেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, মানিক সাহা, অ্যাড.সুদিপ্ত কুমার ঘোষ,বিদ্যুৎ বিশ্বাস, সঞ্জীব বিশ্বাস, উত্তম রায়, সুমন রায়, কিশোর শীল, প্রভাত পাল,বিশ্বজিৎ হালদার, অনুপ পাল, গৌতম সরকার, সরজিত বিশ্বাস,প্রকাশ সাহানি,হৃদয় দাস, কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *