বিএনপি নেতা সাজ্জাদ মুন্নার পিতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

মৌলভীবাজার

কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতার বাবা হাজি মো. হিরা মিয়া বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজ বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চকেরগ্রাম গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মরহুম হাজি মো. হিরা মিয়া ৬ ছেলে, ২ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতাকল বাদ জুমা জালালিয়া ফাজিল মাদ্রাসা মাঠে উনার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আলহাজ হিরা মিয়ার জানাজায় উপজেলা বিএনপির সেক্রেটারি বদরুজ্জামান সজল উপস্থিত হয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুলাউড়া পৌর সেক্রেটারি,মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি।

হাজি মো. হিরা মিয়া ছিলেন একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজসেবী ব্যক্তি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফিনল্যান্ড বিএনপিসহ প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *