বিকেল নাগাদ বিলিন হয়ে যাবে সিত্রাংয়ের অস্তিত্ব: আবহাওয়া অধিদফতর

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব থেকে বিপদমুক্ত বাংলাদেশ। আজ (২৫ অক্টোবর) বিকেল নাগাদ সিত্রাংয়ের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক ছানাউল হক মণ্ডল জানান, স্থল ও জলসীমা মিলিয়ে বাংলাদেশে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে সিত্রাং। সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশে সক্রিয় অবস্থান করে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া অধিদফতর বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল বিভাগে, ৩২৪ মিলিমিটার। এছাড়া, ঢাকায় ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আশা করেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। ছানাউল হক মণ্ডল আরও জানান, আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করতে সক্ষমতা বাড়াবে অধিদফতর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *