আগামী ৫ই জুন রাজধানীতে বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। সিলেট লাইনকে এ তথ্য জানিয়েছেন জামায়াতের আইনজীবী নেতা সাইফুর রহমান। তিনি বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পক্ষ থেকে থেকে বলা হয়েছে, আগামীকাল অফিস খোলা থাকায় বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়া হবে না।
এর আগে গত ২৯শে মে বিক্ষোভ সমাবেশের অনুমতির জন্য জামায়াতের কয়েকজন নেতা ডিএমপির গেটে গেলে তাদের আটক করা হয়। কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।
শেয়ার করুন