বিজয় দিবসের রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র পোড়ালেন সমন্বয়ক

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করে তা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নিরব। সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, নিরব আমন্ত্রণপত্রটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলছেন।

আমন্ত্রণপত্র পোড়ানোর সময় সমন্বয়ক নিরব ভিডিওতে বলেন, খুনি হাসিনার ফ্যাসিস্ট দালাল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর হাতে এখনও আমাদের ভাইদের রক্ত লেগে আছে। যার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে তার পাঠানো দাওয়াত প্রত্যাখ্যান করলাম।

এর আগে আরেক পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যানের ঘোষণা দেন সমন্বয়ক ইব্রাহিম নিরব। ওই পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *