ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের সরকার জনগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) এক টুইট বার্তায় জয়শঙ্কর বলেছেন, ‘ড: এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের সরকার ও জনগণকে তাদের জাতীয় দিবসে উষ্ণ শুভেচ্ছা।’
তিনি বলেন ‘ভারত-বাংলাদেশ মৈত্রীর সোনালী অধ্যায়ে আরও একটি নতুন মাত্রা যুক্ত করতে, আমরা একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’
অতীতের আমাদের ভাগ করা ত্যাগ এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি প্রাণবন্ত ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে অনুপ্রাণিত করে চলেছে।
শেয়ার করুন