স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
দাম কমাও – জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে
নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট যশোর শাখা আজ বিকাল ৫ টায় উকিল বার মোড়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির অন্যতম নেতা কমরেড জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ,বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির অন্যতম নেতা কমরেড তসলিম উর রহমান, বাসদের জেলা কমিটির অন্যতম নেতা কমরেড আলাউদ্দিন, বাসদ ( মার্কসবাদী) র জেলার অন্যতম নেতা দিলিপ ঘোষ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- সার,তেলসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠছে।এরপর আবার যদি নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয় তাহলে সাধারণ শ্রমজীবি মানুষদের না খেয়ে মরা ছাড়া উপায়ন্তর থাকবে না।তাই বামগণতান্ত্রিক জোট নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির যে পায়তারা চলছে তার তীব্র প্রতিবাদ জানাছে।
বিক্ষোভ সমাবেশ শেষে বামগণতান্ত্রিক জোটের মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
শেয়ার করুন