সরকার নতুন করে বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়াতে চায় না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত ১৫ বছরে গ্যাস-বিদ্যুতের দাম ১৮ থেকে ১৯ বার বেড়েছে। গ্যাসের দাম ১০ থেকে ১২ বার বেড়েছে।”
জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে নাগরিকেরা স্বস্তি পাবেন কী না – এমন প্রশ্নের জবাবে মি. খান বলেন, “আমরা বাধ্য না হলে (জ্বালানির) মূল্যবৃদ্ধি করবো না। যদি দাম বাড়ানোর প্রয়োজন হয় তখন গণশুনানির পর সব পক্ষের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেয়া হবে।”
গ্যাস সংকট সমাধানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গ্যাস সংকট সমাধানে টাইম লাইন বেধে দেয়া হয়েছে।
জ্বালানি খাতের সংকট নিরসনে শিগগিরই এনার্জি সিকিউরিটি অ্যাক্ট হবে জানিয়ে মি. খান বলেছেন, “সচিবকে এনার্জি সিকিউরিটি প্ল্যান তৈরির পরামর্শ দিয়েছি। আমরা সেটা উপদেষ্টা পরিষদে নিয়ে যাবো।”