
বরাবরই ঢাকায় শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের আসর। তবে এবার নতুন করে সিলেট বা চট্টগ্রামে বিপিএলের প্রথম পর্ব আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি বিপিএলের টুর্নামেন্টের আগামী আসরের নিলাম নির্ধারিত সময়ে হচ্ছে না। নতুন সূচিতে ৩০ নভেম্বর (রোববার) হবে বিপিএল নিলাম। বিপিএলের নিলাম পিছিয়ে যাওয়ায় বিপিএলের মূল আসর কবে শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা শুরু হয়। এবার গুঞ্জন শোনা যাচ্ছে ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে এবারের বিপিএলের।
ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সোমবার বিপিএলে ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। ফ্র্যাঞ্চাইজিটি নোয়াখালী এক্সপ্রেস নামে অংশ নিচ্ছে বিপিএলে।
এর আগে পাঁচটি দল চূড়ান্ত করেছিল বিসিবি। তবে বিসিবি আগেই বলে রেখেছিল দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। অবশেষে নিলাম পিছিয়ে একটি দল বাড়িয়েছে বিসিবি। গত ৫ নভেম্বরের বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে গভর্নিং কাউন্সিল।
এদিকে, বিপিএলে অংশ নিতে পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হতো দলগুলোকে। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিলেও এখনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দেয়নি বলে জানা গেছে। পরবর্তীতে সময় বাড়িয়ে ১৮ নভেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের সুযোগ দেয় গভর্নিং কাউন্সিল।
বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।
এবার সিলেটে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ খেলার কথা রয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে নিয়েছে সিলেট।
শেয়ার করুন


