শিরোপার লড়াইয়ে বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
তামিম, মুশফিকদের সঙ্গে মিলার, মায়ার্সদের ব্যাট জ্বলে উঠলে বিপিএলের দশম আসরে প্রথম শিরোপার স্বাদ পেতে পারে তারকায় ঠাসা ফরচুন বরিশাল। তবে তামিম বাহিনীর স্বপ্ন ভেঙ্গে হ্যাটট্রিকসহ পঞ্চম শিরোপা ঘরে তুলে উল্লাসে মাততে চায় কুমিল্লা।
এদিকে দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গত আসরের থেকে এবারের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি।
এবারও দুই কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল। অন্যদিকে এক কোটি টাকা পাচ্ছে রানার্স-আপ দল। এ ছাড়া আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।
তবে এখানেই শেষ নয়; ফাইনাল সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সবচেয়ে বেশি উইকেট শিকারির জন্যও পুরস্কার থাকছে। এই ক্যাটাগরিতে সবাই ৫ লাখ টাকা করে পাবেন। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডারের জন্য থাকছে ৩ লাখ টাকার প্রাইজমানি।
বিপিএল ২০২৪-এর পুরস্কারের তালিকা :
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় : ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার : ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি : ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক : ৫ লাখ টাকা
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট : ১০ লাখ টাকা
রানার-আপ দল : ১ কোটি টাকা
চ্যাম্পিয়ন দল : ২ কোটি টাকা