বিপিজেএ সিলেটের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর জামায়াতের অভিনন্দন

সিলেট

 

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বীসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটের ফটো সাংবাদিকদের ঐক্য সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

রোববার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন বলেন, বিপিজেএ সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটে ফটো সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও বাস্তুনিষ্ট সাংবাদিকতা বিকশিত হবে বলে আমরা মনে করি। তাদের অভিজ্ঞতা ও কর্ম দক্ষতার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনা ক্যামেরাবন্দী করে জাতির সামনে তুলে ধরবেন। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।

প্রসঙ্গত- শনিবার (১৭ মে) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ছাড়াও অন্যান্য পদে নির্বাাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন ও সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ। এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার জন হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল ও নির্বাহী সদস্য আজমল আলী। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *