সিলেটের বিয়ানীবাজারে প্রেমিকের অফিসকক্ষে গিয়ে তাকে দা দিয়ে কুপিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। নিহত খায়রুননেছা (৪০) উপজেলার খলির নামনগর গ্রামের মনির আলীর মেয়ে।
সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে বিয়ানীবাজারের বৈরাগিবাজার এলাকার খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন গোপাল চন্দ্র দাস (৩২)। গোপাল বিয়ানাবাজারের খশির পাটনিপাড়া এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে। তার সাথে খায়রুন্নেছার বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক রয়েছে।
বুধবার দুপুরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও পরামর্শ কক্ষের ভেতরে ঢুকে প্রেমিক গোপাল চন্দ্র দাসের পরকিয়া মাথায় ও হাতে দা দিয়ে কুপ দেন খায়রুন্নেছা। গুরুতর আহ অবস্থায় স্থানীয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় খায়রুননেছা গোপালের অফিসকক্ষে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে অফিসকক্ষে থাকা পর্দা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা শ্যামল চন্দ্র বণিক বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন৷
শেয়ার করুন