সিলেটের বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার সহস্রাধিক দুস্থ এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রফি চৌধুরী ফাউন্ডেশন। গত ৫ই এপ্রিল থেকে লক্ষীপাশা ও ফুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় ইমাম, শিক্ষক, শিক্ষার্থীদের পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম শুরু হয়। ৬ই এপ্রিল মুহাম্মদিয়া তাহসিনুল কোরাআন মাদরাসায় ঈদ উপহার বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে ঈদের আগের দিন পর্যন্ত বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় রফি চৌধুরী ফাউন্ডেশনের এই ঈদ উপহার বিতরণ করা হবে।
এর আগে রফি চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সেল গঠন করে সিলেট বিভাগের চারটি জেলার বিএনপির কারাবন্দি দুই শতাধিক নেতাকর্মীকে বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হয়। কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। এছাড়া সংগঠনটির উদ্যোগে বিয়ানীবাজারের দুভাগ এলাকায় দুই কিলোমিটার গ্রামীণ ভাঙাচোরা সড়ক সংস্কার করা হয়।
রফি চৌধুরী ফাউন্ডেশনের কর্ণধার লন্ডন প্রবাসী রফি আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই রফি চৌধুরী ফাউন্ডেশন আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার সহস্রাধিক দুস্থ এতিম শিক্ষার্থীদের ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে। রফি চৌধুরী ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।