সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা রোববার রাতে অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার হুসেন সুমন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবীর মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, সদস্য লাহিন চৌধুরী, দিহান আহমদ হারুন।
সভায় বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মরহুম আব্দুস সামাদ সহ বিএনপি পরিবারের মরহুম নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবিদুর রহমান চৌধুরী, হাসন মাহমুদ, সদস্য, আবুল হামিদ (১), আব্দুল হামিদ (২), এমরান আহমদ, আকমল হুসেন, কাওসার আহমেদ, ময়নুল হক,জুম্মন আহমদ,অলিউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাদিল আহমদ রাজু, শুকুর আহমদ, শাহিদ আহমদ।