বিল্ডিং কোড’ অমান্য,ভাঙা পড়তে পারে ‌সিলেট প্লাজা মার্কেট

সিলেট

সিলেট নগরের জিন্দাবাজারে সিলেট প্লাজা মার্কেট কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। একই সাথে অবকাঠামোগত নিয়মের ভেতরে না এলে সিলেট প্লাজা মার্কেটটি ভেঙে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভবন নির্মাণে ত্রুটি ও ‘বিল্ডিং কোড’ অমান্য করায় ‘সিলেট প্লাজা মার্কেট’ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানিক দল দেখতে পায় মার্কেটটি চারতলা ভবনের অনুমতি নিয়ে আরো ২ তলা অবকাঠামো বৃদ্ধি করেছে। এসময় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

পাশাপাশি এক মাসের মধ্যে অনুমোদন না নিতে পারলে ভবনটির বাড়তি অবকাঠামো ভেঙে আগের অবস্থানে নিয়ে যেতে হবে বলেও মার্কেট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি কামরুল ইসলাম বলেন, সিলেট এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিতে আছে। আর অনুমোদন ছাড়া চারতলা এই মার্কেটের স্থলে আরো দুইতলা বাড়ানো হচ্ছে। এতে আমরাও চরম ঝুঁকিতে রয়েছি।

এ বিষয়ে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, সিলেট প্লাজা মার্কেট কর্তৃপক্ষ ৪ তলা ভবনকে বাড়িয়ে অনুমোদনহীন আরো ২ তলা করেছেন। তাছাড়া মার্কেটের নকশা ত্রুটিপূর্ণ রয়েছে। অবকাঠামোগত নিয়মের ভেতরে না এলে সিলেট প্লাজা মার্কেটটি ভেঙে দেওয়া হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *