বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ শুরু আজ, দেখে নিন সূচি

খেলাধুলা

আর কিছুদিন পরই অস্ট্রেলিয়াতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। আগেভাগেই অস্ট্রেলিয়া পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে দলগুলো। সোমবার (১০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ। শুরুর দিকে খেলবে প্রথম রাউন্ডের দলগুলো। ১৭ ও ১৯ অক্টোবর খেলবে সুপার টুয়েলভে সরাসরি যাওয়া ৮ দল।

১৬ দলের টুর্নামেন্টের প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী আটটি দল মেলবোর্নে ১০-১৩ অক্টোবর পর্যন্ত তাদের প্রস্তুতি ম্যাচগুলো খেলবে। আর সুপার টুয়েলভে সরাসরি প্রবেশকারী দলগুলোর প্রস্তুতি ম্যাচ ১৭ এবং ১৯ অক্টোবর ব্রিসবেনে খেলবে।

এদিকে বাংলাদেশও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৭ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। আর দ্বিতীয়টি খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশের সময় অনুযায়ী ওয়ার্ম-আপ ম্যাচের সূচি

১০ অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ-আরব আমিরাত, জংশন ওভাল, সকাল ৬টা
১০ অক্টোবর- স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, জংশন ওভাল, সকাল ১০টা
১১ অক্টোবর- শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, মেলবোর্ন, দুপুর ৯টা ৩০
১১ অক্টোবর- আয়ারল্যান্ড-নামিবিয়া, মেলবোর্ন, দুপুর ২টা
১২ অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, মেলবোর্ন, দুপুর ২টা
১৩ অক্টোবর- জিম্বাবুয়ে বনাম নামিবিয়া, জংশন ওভাল, সকাল ৬টা
১৩ অক্টোবর- শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, জংশন ওভাল, সকাল ১০টা
১৩ অক্টোবর- স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, মেলবোর্ন, দুপুর ২টা
১৭ অক্টোবর- অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্য গ্যাবা, সকাল ৯টা
১৭ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বর্ডার ফিল্ড, সকাল ৯টা
১৭ অক্টোবর- ইংল্যান্ড বনাম পাকিস্তান, দ্য গ্যাবা, দুপুর ২টা
১৭ অক্টোবর- আফগানিস্তান বনাম বাংলাদেশ, অ্যালান বর্ডার ফিল্ড, দুপুর ২টা
১৯ অক্টোবর- আফগানিস্তান বনাম পাকিস্তান, গ্যাবা, সকাল ৯টা
১৯ অক্টোবর- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বর্ডার ফিল্ড, দুপুর ২টা
১৯ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম ভারত, দ্য গ্যাবা, দুপুর ২টা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *