হাতে দিল গিন্নি আমার
এই বড়ো এক খাতা,
ছাব্বিশ পদের লিস্টি দেখে
ঘুরছে আমার মাথা।
চা-চিনি আর দুধের সাথে
আনতে হবে কপি,
কপি খেয়ে খেলা দেখবে
বড়ো মেয়ে পপি!
বিশ্ব কাপের শিষ্যরা সব
জমবে আমার ঘরে,
সবার হাতে দিতে হবে
চায়ের নাস্তা ধরে।
চায়ের সঙ্গে বিস্কুট লাগে
আরো লাগে পান,
লং এলাচি জর্দা ছাড়া
লাগবেনা তো ঘ্রাণ।
তেলের পিঠা তালের বড়া
খাবে মেঝো ছেলে,
সবার জানা বিশ্বে এখন
আগুন লাগছে তেলে!
ছোট ছেলে চায়ের সাথে
পরোটা খায় রোজই,
বড়ো ছেলে হালুয়া খাবে
আনতে হবে সুজি!
পাশের ঘরের ভাবীরা সব
দেখতে আসবে খেলা,
হাসি খুশি করবে সবাই
জমবে মজার মেলা!
বউয়ের আদেশ মানতে গিয়ে
পাশের বাড়ির বাবু ,
সহায় সম্বল সব হারিয়ে
চিন্তা রোগে কাবু।
ভাবছি নিজে বাবুর মতো
আমিও হব নাকি?
বিশ্ব কাপের চাপের মুখে
কেমনে ভালো থাকি!
১৮/১১/২০২২ ইং
শেয়ার করুন