বিশ্বকাপ: টস হেরে ব্যাটিং করছে টাইগাররা

খেলাধুলা

নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

 

 

বিশ্বকাপে এখন পর্যন্ত নিউ জিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। পাঁচবার দেখা হয়েছিল দল দুটোর।

 

 

ওয়ানডে ক্রিকেটে অবশ্য ৪১ বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচ, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, আর বাকি ৩০ ম্যাচে জয় পেয়েছে কিউইরা।

ইংল্যান্ডের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন স্পিনার শেখ মাহেদী হাসান। তাঁর জায়গায় দলে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন।

অন্যদিকে দলে ফেরা অধিনায়ক কেইন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *