শেষ মুহূর্তে একটা ‘গোল’ দিয়েই বসেছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তিউনিসিয়ার স্বপ্নটা ভেঙে গিয়েছিল আগেই। বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মাথা উঁচিয়ে বিদায় নেওয়ার দর্পটাও ছিনতাই হয়ে যাওয়ার যোগাড় হয়েছিল আফ্রিকান দলটির।
সেই মুহূর্তে দলটির ত্রাতা হয়ে এলো ভিএআর। অ্যান্টোয়ান গ্রিজমানের চেষ্টাটা গোলে রূপ পেল না আর। তাতেই টিকে গেল তিউনিসিয়ার দর্পটা। বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারানোর গর্ব নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিল দলটি।
শেয়ার করুন