বিশ্বজয়ের মহারণ শুরু আজ

খেলাধুলা

টি-টোয়েন্টি শুরুর আগে ৫০ ওভারের ম্যাচই ছিল ক্রিকেটের আকর্ষণীয় দিক। সংক্ষিপ্ত সংস্করণের ওই ক্রিকেটযুদ্ধ শুরুর পর একদিবসীয় ম্যাচের জৌলুষ হারিয়েছে ঠিক, কিন্তু আবেদন হারায়নি এখনো। একদিবসীয় সেই ক্রিকেটের বিশ্বকাপ শুরু আজ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। দল দুটো আবার গত বিশ্বকাপের ফাইনালিস্টও।

ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর এবং সাবেক রাজধানী আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এটা এই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩৪ হাজার। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরে এসে এই স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। ভারতের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে ৪৮ ম্যাচে ১০টি দল ব্যাট-বলে বিশ্বজয়ের মহারণে নামবে।

এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। বিশ্বকাপে খেলছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নেদারল্যান্ডস ও স্বাগতিক ভারত। এই বিশ্বকাপে অংশ নিচ্ছে না প্রথম দুবারের (১৯৭৫ ও ১৯৭৯) চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নেই। বাছাইপর্বের বৈতরণী পার হতে ব্যর্থ হয় একসময়ের দাপুটে ক্যারিবীয়রা।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসের দুবারের শিরোপাজয়ী (১৯৮৩ ও ২০১১) ভারত এবারের আয়োজক দেশ। যারা শেষবার ২০১১ সালে নিজেদের দেশে এই সংস্করণের বিশ্বকাপ জিতেছিল অল-এশিয়ান ফাইনালে শ্রীলংকাকে ছয় উইকেটে হারিয়ে।

একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ১৯৭৫ থেকে ২০১৯ পর্যন্ত ১২ আসরের মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। ২০০৭-এ শেষ হাসি হাসার মধ্য দিয়ে প্রথম দল হিসাবে তারা টানা তিনটি বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া পাকিস্তান (১৯৯২), শ্রীলংকা (১৯৯৬) এবং ইংল্যান্ড (২০১৯) একবার করে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে ১৯৯৯ সালে। অভিষেকেই স্কটল্যান্ড ও পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের পাঁচ আসরে বাংলাদেশ শুধু ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের সহায়তায়। এছাড়া ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ জায়গা করে নিয়েছিল ভারতকে হারিয়ে।

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর ধর্মশালায়, আফগানিস্তান ম্যাচ দিয়ে। এই ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *