কুরআনের সুমধুর সুরের মূর্ছনায় মুখরিত হলো সিলেটের প্রবাসী অধ্যুষিত জনপদ বিশ্বনাথ। জাঁকজমকপূর্ণ আয়োজন আর হৃদয়স্পর্শী তেলাওয়াতের মধ্য দিয়ে সম্পন্ন হলো প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় ও বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজপোর্টাল বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা-২০২৫ এর গ্রান্ড ফাইনাল। ফাইনালের ৯ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম আসরে 'বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ'-এর মুকুট পরেছেন উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মাওলানা নেছার আহমদের ছেলে ও জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের শিক্ষার্থী হাফেজ তাহমিদ হোসাইন নাহিয়ান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্বনাথ পৌরশহরের একটি অভিজাত পার্টি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্বনাথের প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত এই মহতী উদ্যোগের নেপথ্যে ছিল ২১ জন প্রবাসীর অর্থায়ন ও আন্তরিক সহযোগিতা।
ফাইনালের আগে তিনটি কঠিন বাছাইপর্ব পেরিয়ে আসতে হয় ৯ খুদে প্রতিযোগীকে। তাঁদের মধ্যে বিচারকদের রায়ে ২০২৫ সালের 'বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ' নির্বাচিত হন তাহমিদ হোসাইন নাহিয়ান। জিতে নেন নগদ ১ লক্ষ টাকা। ২য় হওয়ার গৌরব অর্জন করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের আব্দুন নুরে ছেলে ও জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান। পুরস্কার হিসেবে তিনি পান নগদ ৫০ হাজার টাকা। ৩য় হওয়ার গৌরব অর্জন করেন উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ও ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদ্রাসা ধারণের শিক্ষার্থী হাফিজ আহমদ জামী। পুরস্কার হিসেবে তিনি পান নগদ ২৫ হাজার টাকা।
গ্রান্ড ফাইনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেটের পিরোজপুরের বাবুস সালাম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাফেজ মোশাহিদ আহমদ, জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম উমরপুর টাইটেল মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী গোলাম কিবরিয়া ও খায়রুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসা সিচনীর সাবেক শিক্ষক মাওলানা হাফেজ ইসলাম উদ্দিন। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ খায়রুল ইসলাম।
গ্রান্ড ফাইনালে বিজয়ীদের হাতে নগদ অর্থের পাশাপাশি সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন 'বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫' এর অন্যতম চার পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাকরাম আলী আফরোজ ডিএল, হাজী ফারুক মিয়া, আব্দুল বাছিত রফি ও আমিনুর রহমান আমিন এবং উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। পরে, তারা ব্যক্ত করেন নিজেদের অনুভূতি।
উদীয়মান উপস্থাপক ফারুক মাহদীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ হোসাইন আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ নাহিয়ানের গর্বিত পিতা মাওলানা নেছার আহমদ।
গ্রান্ড ফাইনাল চলাকালে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত হন প্রতিযোগিতার উপদেষ্টা মাওলানা আব্দুল মুক্তাদির খান, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, সৎপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত (ধারন্দী মুহাদ্দিস সাব), বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথনিউজের উপদেষ্টা জবির আহমদ নাজমুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, হাফেজ, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিশ্বনাথের মাটিতে কুরআনের এমন আয়োজন নতুন প্রজন্মের মনে ধর্মীয় মূল্যবোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে বলে অনুষ্ঠানে আগত সকলেই মতামত ব্যক্ত করেন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫