বিশ্বনাথর শিক্ষার মানোন্নয়নে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে গুলজার খানের মতবিনিময়

সিলেট

স্টাফ রিপোর্টার

সিলেটের ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক লন্ডন সিটির বিশিষ্ট ক্যাটারিং ব্যবসায়ী ও কমিউনিটি নেতা গুলজার খান বলেছেন বিশ্বনাথে টাকার অভাবে লেখাপড়া করতে পারছেনা, সেই সকল শিক্ষার্থীদের পাশে থাকবে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’। বিশ্বনাথের শিক্ষার মানোন্নয়নে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা চালানো উচিত।

রবিবার (২২ শে সেপ্টেম্বর) রাতে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের শিক্ষার মানোন্নয়নে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল মিয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহনুর আলী, শেখ হারুনুর রশীদ, সাপ্তাহিক ‘আলোকিত বিশ্বনাথ’ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, ‘বিশ্বনাথ বিডি টুয়েন্টিফোর ডটকম’ এর সম্পাদক তজম্মুল আলী রাজু, ‘ইসলামিক মিডিয়া’র সম্পাদক শহীদুর রহমান, ‘বিশ্বনাথ নিউজ’র স্টাফ রিপোর্টার নুর উদ্দিন, ‘দৈনিক আজকালের খবর’র বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, ‘দৈনিক সিলেট’র বিশ্বনাথ প্রতিনিধি সমুজ আহমদ সায়মন, ‘আলোচিত বিশ্বনাথ’র সম্পাদক সুজিত দেব, ‘দৈনিক ইনফো বাংলা’র বিশ্বনাথ প্রতিনিধি ও ‘সিলেট লাইন ২৪ ডটকম’র স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, ‘মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট’র নিজস্ব প্রতিবেদক মাজহারুল ইসলাম সাব্বির, এনটিভি ইউরোপ এর বিশ্বনাথের টিভি সাংবাদিক আফজল মিয়া, সংগঠক জালাল উদ্দিন, নাছির উদ্দিন, জাহান মিয়া, সাব্বির আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *