স্টাফ রিপোর্টার;
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ চৌধুরীর ‘কাপ-পিরিচ’র সমর্থনে লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের মরহুম মাস্টার রইছ উদ্দিনের বাড়ীতে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
রবিবার (৫ মে ) রাতে লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আতাপুর গ্রামের মুরব্বি আহমদ আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ আকিকুর রহমান চৌধুরী ছুরুক (মেম্বার), আতাপুর গ্রামের মুরব্বি মুনির উদ্দিন, রফিক আহমদ, নিজাম উদ্দিন, হাজরাই গ্রামের মুরব্বি আব্দুস শহিদ, বাবুল মিয়া।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুল সত্তার, সিরাজ উদ্দিন, কুতুব উদ্দিন, শামীম আহমদ, আনছার আলী, নুরুল আমিন, আবুল খয়ের, মঈন উদ্দিন, রহিম উদ্দিন, প্রমুখ।