বিশ্বনাথের দৌলতপুরে ইউনিয়নে নৌকার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্টিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকার মাঝি’ ওয়াহাব আলীর সমর্থনে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সবার সহযোগিতা চেয়ে নৌকার মাঝি ওয়াহাব আলী মেম্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। এই নৌকা আমার না, এই নৌকা ইউনিয়নবাসীর। নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের উন্নয়নে জীবন উৎসর্গ করবো। এসময় ইউনিয়ন আওয়ামী লীগসহ পুরো ইউনিয়নবাসীর দোয়া ও ভোট প্রার্থনা করেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ওয়াহাব আলীকে স্বাধীনতার প্রতীক নৌকার মাঝি নির্বাচিত করেছেন। নৌকা কারোও ব্যক্তিগত নয়, আমাদের সবার প্রতীক। তাই নৌকা বিজয়ী হলে দৌলতপুর ইউনিয়নবাসীর ভাগ্যের উন্নয়ন হবে, শক্তিশালী হবে প্রধানমন্ত্রীর হাত।

প্রধান বক্তার বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের এই ঐক্যবদ্ধতাই প্রমাণ করে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে দৌলতপুর ইউনিয়নে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।

সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ রব, আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি সিরাজ উদ্দিন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফটিক, ৬নং ওয়ার্ড সভাপতি মস্তাব আলী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি হাজী নোয়াব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রুপ, ৮নং সভাপতি হোসেন আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে আহমদ আলী, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নজির মিয়া, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা মুহিন আহমদ নেপুর।
এসময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *