ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহাব আলীর নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রুপ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন নৌকার মাঝি ওয়াহাব আলী।
ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুসেন আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য আবুল বশর চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্ল্যাহ সিতাব, প্রবাসী সিরাজুল হক, তাহির আলী, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আকবর মিলন, সংগঠক আনোয়ার হুসেন।
এসময় ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর একই রাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর সাথে অনুষ্ঠিত আরেকটি পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ানম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি ওয়াহাব আলী। ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবুল মিয়া।
শেয়ার করুন