স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জনগনের সম্পদ লুটকারী খুনী তারেকের নীল-নকশা বাস্তবায়নে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের জবাব দিতে মাঠে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ। মানুষ হত্যা করে ও সম্পদ পুড়িয়ে পেছনের দরজা দিয়ে বিএনপি-জামায়াত কোন ভাবেই ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে চলে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে জনগণের রায় নিয়েই যেতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। সর্বস্তরের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়েছে। তাই আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’কে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস’র প্রতিবাদে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে জোরদাবী জানান।
দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক আব্দুল কাহারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি জবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আছাব উদ্দিন, মিজানুর রহমান মিজান, উপদেস্টা মন্ডলীর সদস্য আবুল বশর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, মুহিবুর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী।
বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালেদ রব, সদস্য আকবর আলী মিলন, ওয়াহাব আলী মেম্বার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহিম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছালিক আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার আহমদ শেখ।
এসময় কর্মীসভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।