স্টাফ রিপোর্টার:
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক নতুন জামে মসজিদ শাখা কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত।
রবিবার (৭ এপ্রিল) পালেরচক নতুন জামে মসজিদে যুক্তরাজ্য ভিত্তিক সমাজ সেবামুলক সামাজিক সংগঠন ‘প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র অর্থায়নে দারুল ক্বিরাতের বিদায়ী অনুষ্ঠানে শাখা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্টিত বিদায়ী মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাখা কেন্দ্রের প্রধান ক্বারী হাফিজ সেলিম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী ‘দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন, দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সহ সভাপতি হাবিবুর রহমান, কেন্দ্রের ক্বারী সাহেব, গ্রামের মুরব্বিসহ প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় এবারে ও প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ও তার ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মুনসুর মিয়ার আর্থিক সহযোগিতায় দারুল ক্বিরাতের কোরআন প্রশিক্ষণ ও ইফতার মাহফিল হয়ে থাকে।
প্রবাসী দাদু সমাজে এ ছাড়া আরও বহু উন্নয়ন মুলক কাজ করে আসছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই।
এবং আমরা চাই আজীবন যেন দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন এ রকম কার্যকরী ভূমিকা পালন করে।