স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপ পুরে জালালিয়া লতিফিয়া হিফজ ও জুনিয়র ইবতেদায়ী মাদরাসার শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারী) বাদ জুমআ থেকে রাত ১০ টা পর্যন্ত মাদরাসার কনফারেন্স হলরুমে ‘এস,এস আদর্শীয়া ট্রাস্ট ও এলাকাবাসী’র পক্ষে কাজি মাওলানা নাসির উদ্দিন এর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত ওই মাদরাসার শুভ উদ্ভোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা বড় ছাহেব কিবলা (ইমাদ উদ্দিন চৌধুরী) ফুলতলী এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা গুফরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মুবাশ্বির আলী প্রতাবপুরী ও অত্র মাদরাসার পরিচালক কাজী মাওলানা নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রসার প্রভাষক মাওলানা সালেহ আহমদ এর পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, এলহাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের মো. হোসাইন, লাকেশ্বর মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুর রকিব, পালপুর মাদরাসার আরবী প্রভাষক মাওলানা শাহাব উদ্দিন সালেহী, এলহাবাদ মাদরাসার শিক্ষক মাওলানা হরমুজ আলী, ক্বারী ওলিউর রহমান, লক্ষনাবন্দ মাদরাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন, মুরব্বি আরশ আলী, প্রতাপ পুর গ্রামের মাওলানা লোকমান আহমদ, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, মো. ফরিদ উদ্দিন সহ প্রমুখ।
শেয়ার করুন