বিশ্বনাথের প্রেস ক্লাবের নতুন সদস্য আহবান, সভা অনুষ্ঠিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট বিশ্বনাথ প্রেস ক্লাবের মাসিক সভা রবিবার (১১ জুন) পৌর শহরের পুরাণ বাজারস্থ প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রেস ক্লাবের মাসিক সভায় নতুন সদস্য আহবানসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, প্রাথমিক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, শফিকুল ইসলাম সফিক।

প্রেস ক্লাবের নতুন সদস্য হতে আগ্রহীদের আগামী ১৫ জুনের মধ্যে কমপক্ষে এসএসসি পাস (সার্টিফিকেট), প্রিন্ট পত্রিকার আইডি কার্ড, নিয়োগপত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করার আহবান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *