বিশ্বনাথের বিশ্বকাপখ্যাত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র শেষ আটে যারা

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে গত দুই জানুয়ারী বিকেলে ‘জমকালো ও বর্ণাঢ্য’ আয়োজনের মধ্য দিয়ে পৌর শহরের শ্রীধরপুর গ্রামের মাঠে পর্দা উঠা সিলেটের বিশ্বনাথের বিশ্বকাপখ্যাত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের প্রথম রাউন্ড বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সম্পন্ন হয়েছে।
আগামী ১৩ জানুয়ারী থেকে টুর্ণামেন্টের কোয়াটার ফাইনালের পর্ব শুরু হয়ে ১৭ জানুয়ারী শেষ হবে।

বিশ্বনাথের প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনা আয়োজন করা হয়েছে বিগ বাজেটের ওই ফুটবল টুর্ণামেন্টের। ৫ম আসরের ‘চ্যাম্পিয়ন’ হতে প্রথম থেকেই শক্তিশালী দল গঠনে সক্রিয় ছিলেন টুর্ণামেন্টে অংশগ্রহন করা ১৬ দল। তবে সবাইতো আর খেলায় বিজয়ী হতে পারবে না। তাই প্রথম রাউন্ডের খেলা শেষে ইতিমধ্যে ৮টি দলের বিদায় ঘন্টা বেজে গেছে। আর প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে কোয়াটার পর্বে উঠা ৮টি দলের মধ্যে আরোও ৪টি দল বিদায় নেবে ওই পর্বের খেলা শেষে।
প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটের ওই টুর্ণামেন্টে আয়োজকদের পক্ষ থেকে র্যা ফেল ড্র’র মাধ্যমে নগদ ১ লক্ষ টাকা পুরষ্কার জেতার সুবর্ণ সুযোগ রয়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের। এছাড়া মাসব্যাপী চলমান থাকা টুর্ণামেন্টে এবার চ্যাম্পিয়ান দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৩ লক্ষ টাকা ও একটি ট্রফি এবং রানার্স-আপ দল নগদ ২ লক্ষ টাকা ও একটি ট্রফি পাবেন।

প্রথম রাউন্ডের গন্ডি পেরিয়ে কোয়াটার ফাইনালে উত্তীর্ণ হওয়া দলগুলো হল- হিরামন সমাজ কল্যাণ সংস্থা জানাইয়া (বিশ্বনাথ), হেলাল একাদ্বশ শাহবাজপুর (বিশ্বনাথ), ছাতক ফুটবল একাদ্বশ (ছাতক), ঢাকা দক্ষিণ ফুটবল টিম (গোলাপগঞ্জ), গ্রীন সিলেট (সিলেট সিটি), বিলাল এফসি সাতপাড়া (বিশ্বনাথ), বন্ধু মহল ফুটবল একাদ্বশ (বিয়ানীবাজার) ও পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন-চানপুর একাদ্বশ (বিশ্বনাথ)।

কোয়াটার ফাইনালের খেলায় আগামী ১৩ জানুয়ারী হেলাল একাদ্বশ শাহবাজপুর (বিশ্বনাথ) বনাম ছাতক ফুটবল একাদ্বশ (ছাতক), ১৪ জানুয়ারী ঢাকা দক্ষিণ ফুটবল টিম (গোলাপগঞ্জ) বনাম গ্রীন সিলেট (সিলেট সিটি), ১৬ জানুয়ারী বিলাল এফসি সাতপাড়া (বিশ্বনাথ) বনাম হিরামন সমাজ কল্যাণ সংস্থা জানাইয়া (বিশ্বনাথ), ১৭ জানুয়ারী বন্ধু মহল ফুটবল একাদ্বশ (বিয়ানীবাজার) বনাম পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন-চানপুর একাদ্বশ (বিশ্বনাথ) একে অপরের সাথে প্রতিদ্বন্দিতা করবে।

প্রথম রাউন্ডের খেলায় হেলাল একাদ্বশ শাহবাজপুর (বিশ্বনাথ) ৩-১ গোলের ব্যবধানে বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদ্বশ (বিয়ানীবাজার)’কে, ঢাকা দক্ষিণ ফুটবল টিম (গোলাপগঞ্জ) ১-০ গোলের ব্যবধানে ফাতেমা স্পোটিং ক্লাব ছিলাউরা (জগন্নাথপুর)’কে, ছাতক ফুটবল একাদ্বশ (ছাতক) ২-১ গোলের ব্যবধানে নুনু ফুটবল একাডেমী ফুটবল দল (ওসমানীনগর)’কে, গ্রীন সিলেট (সিলেট সিটি) ২-০ বার্সা এফসি আশুগঞ্জ (বিশ্বনাথ)’কে, বিলাল এফসি সাতপাড়া (বিশ্বনাথ) ৩-০ গোলের ব্যবধানে নরসিংপুর ইউনিয়ন ফুটবল টিম (দোয়ারাবাজার)’কে, বন্ধু মহল ফুটবল একাদ্বশ (বিয়ানীবাজার) ৪-৩ গোলের ব্যবধানে সূর্যকিরণ স্পোটিং ক্লাব রাজনগর-মোল্লারগাঁও (বিশ্বনাথ)’কে, হিরামন সমাজ কল্যাণ সংস্থা জানাইয়া (বিশ্বনাথ) ১-০ গোলের ব্যবধানে টিওয়াইওএসসি (সিলেট সদর)’কে এবং পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন-চানপুর বিশ্বনাথ ফুটবল একাদ্বশ (বিশ্বনাথ) ৫-৪ গোলের ব্যবধানে নোমান এফসি জাফরাবাদ (দক্ষিণ সুরমা)’কে পরাজিত করেছেন।
‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র প্রধান সমন্বয়ক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না বলেন, বিভিন্ন শ্রেণী-পেশার ফুটবল প্রেমী দর্শক’সহ সকলের সার্বিক সহযোগীতায় সুষ্ঠ, সুন্দর ও আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে টুর্ণামন্টের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। আগামী ১৩ জানুয়ারী থেকে শুরু হবে কোয়াটার ফাইনাল পর্ব। এরপর সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের মতো বাকী রাউন্ডগুলোতেও আমরা সকলের সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করি।
উল্লেখ্য, গত ২ জানুয়ারী ‘জমকালো ও বর্ণাঢ্য’ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিগ বাজেটের ফুটবল আসর সিলেটের বিশ্বনাথের বিশ্বকাপখ্যাত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের। বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের মাঠে ‘বেলুন’ উড়িয়ে আনুষ্ঠানিক টুর্ণামেন্টের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহোদর, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপদেস্টা মন্ডলীর সদস্য ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এম. আসকির আলী। প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনা আয়োজন করা হয়েছে প্রায় ২৫ লক্ষ বাজেটের ওই ফুটবল টুর্ণামেন্টের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *