বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে ২৪০ জনকে মুরগীর ঘর বিতরণ

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়নে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার উদ্যোগে ২৪০ জনকে ১টি করে মুরগীর ঘর বিতরণ করা হয়েছে। ইতিপূর্বে তাদেরকে ১৫টি করে মুরগ-মুরগী বিতরণ করা হয়েছিল।

ঘর বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাহিদ নাওরিন সুলতানা বলেছেন, ব্যক্তির উন্নতির সমষ্টি হচ্ছে জাতীয় উন্নতি। তাই এদেশের গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্টির উন্নয়নে বর্তমান সরকার নানামুখি পদক্ষেপ গ্রহন করেছেন। গ্রামাঞ্চলের স্বল্প আয়ের মানুষকে সরকারি-বেসরকারিভাবে হাঁস-মোরগ, ভেড়া-ছাগল, গরু-মহিষ লালন-পালনের সুযোগ করে দেয়ায় অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছেন। এতে দারিদ্র বিমোচনে হাঁস-মোরগী লালন-পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান। অনুষ্ঠানে এসময় ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল আহমদ, আয়াজ আলী, আঙ্গুরা বেগম প্রমুখ’সহ প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *