বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে সমাজসেবী-ইঞ্জিনিয়ার সালেহ আহমেদের অর্থায়নে ও উপজেলার রামপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার আল-আজম স্কুল এন্ড কলেজ মাঠে রামপাশা ইউনিয়নের (১নং থেকে ৪নং ওয়ার্ডের) ৪ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

রামপাশা ইউনিয়ন জামায়াাতে ইসলামীর সভাপতি মাষ্টার মনোহর আলীর সভাপতিত্বে ও জামায়াত নেতা আনম মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, সমাজসেবী ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ, শিক্ষক রেনু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী হাফিজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *