বিশ্বনাথের লজ্জতুননেছা হাই স্কুলের ‘রুবি জয়ন্তী’র রেজিষ্ট্রেন কার্যক্রমের উদ্বোধন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়’র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান ‘রুবি জয়ন্তী’র রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‘রুবি জয়ন্তীতে চলো যাই শৈশবে স্মৃতির টানে’ শ্লোগানকে সামনে রেখে রোববার (২ ডিসেম্বর) দুপুরে ‘কেক কেটে ও বেলুন উড়িয়ে’ আনুষ্ঠানিক ভাবে রেজিষ্ট্রেন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ।
রুবি জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মকব্বির আলীর সভাপতিত্বে ও শিক্ষার্থী জান্নাতুল তাশকিয়া মাইশার পরিচালনায় অনুষ্ঠিত রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলশী কুমার সাহা, বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ান আহমদ সুহেল (অডিওকলে বক্তব্য রাখেন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাছনু। বক্তব্য রাখেন রুবি জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী শাহজাহান সজীব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী আবু বকর ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রুবি জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোস্তাক আহমদ রুহেল। বিদ্যালয়ের ‘রুবি জয়ন্তী’ উপলক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালী ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *