ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে আগামীকাল ১লা আগষ্ট সোমবার মাদকদ্রব্য ও নেশা-নিরোধ সংস্হা ‘মানস’ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হবে।
আগামীকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী উপস্বাস্থ্য কেন্দ্র ‘মানস’ লামাকাজী ইউনিয়ন কমিটির আয়োজনে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন আর্তমানবতার সেবক, বীরমুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ও মানস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
এতে সবার উপস্থিতি একান্ত কামনা করেছেন ‘মানস’ লামাকাজী ইউনিয়ন কমিটি।