স্টাফ রিপোর্টার;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, র্স্মাট বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রায় সামিল থেকে স্মার্ট এলাকা গড়তে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেন আমি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাব। প্রবাসী বাঙালীদের উন্নয়নেও আমার ভূমিকা থাকবে। নৌকার বিজয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে অব্যাহত থাকবেন উন্নয়ন কর্মকান্ড। আর কথা দিতে পারি আমার কারণে এলাকাবাসী কারও কাছে ছোট হতে হয়নি, ভবিষ্যৎ’তেও হবেন না।
সোমবার (১ জানুয়ারী) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী পয়েন্টে স্বাধীনতা ও উন্নয়নের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী শেষ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরবিন্দু পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, কার্যনির্বাহী সদস্য আফরোজ বক্স খোকন, ডা. শাহনুর হোসাইন, এনামুল হক এনাম মেম্বার, জেলা যুবলীগ নেতা অতুল দেব, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা মো. হরমুজ আলী, যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব।
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা পীর ইদ্রিস আলী, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি চমক আলী মেম্বার, ৪নং ওয়ার্ডের মাসুক উদ্দিন, ৯নং ওয়ার্ডের ফরিদ উদ্দিন, ৭নং ওয়ার্ডের এমদাদুর রহমান হেলাল, ৮নং ওয়ার্ডের লাল মিয়া লালু মেম্বার, ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক অলক দে, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমির হোসেন ছমির, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আকমল হোসাইন, ছাত্রলীগ নেতা মাহবুবুল হাসান।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আল ইসলাহ কর্মী নজরুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।