স্টাফ রিপোর্টার:
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে গরীব ও দুঃস্হ শীতার্থদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে লামাকাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের ৬৯ জন গরীব ও দুঃস্হ শীতার্থদের মাঝে ওই শীতের কম্বল বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে কম্বল বিতরন করেন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।
উপস্হিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাইদ, উপ সহকারি প্রকৌশলী অনুপ কুমার রুমানিক, উপজেলা কার্য সহকারি মো. রহিদুল ইসলাম, মুন্সির গাঁও পিএসসি একাজেমীর প্রধান শিক্ষক এবং ট্যাক অফিসার শামিম মিয়া, ইউনিয়নের হিসাব সহকারী ফয়েজ আহমদ, সদস্য মো. আফজল হোসেন, উদ্যোক্তা মো. শাহজাহান, রিমা বেগম, সংগঠক নাজিম উদ্দিন সহ প্রমুখ।