ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাস্তায় ছিড়ে পড়া বিদ্যুতের তাঁরে স্পৃষ্ট হয়ে একটি গবাদিপশু (গরু) মারা গেছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের আতাউর রহমানের বাড়ি সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে। এ সময় আহত হন গবাদিপশুর মালিক ওই গ্রামের মৃত আবদুল হাশিমের পুত্র আজিজুর রহমান (৪০)।
মারা যাওয়া গবাদিপশুর বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে একই এলাকার সেলিম আহমদ বলেন, ‘গবাদিপশুর মালিক আজিজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নেওয়া হয়েছে।
এবিষয়ে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বলেন ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
শেয়ার করুন